Friday, April 1, 2011

বন্ধ জানালা - শিরোনামহীন

আরেকবার যেতে চাই রিম ঝিম ঝিম সুদূরপুর
অবাক রোদ ভেজা তপ্ত দুপুর
আরেকবার তোমাদের লাল, নীল রং আনন্দে
একলা রাস্তায় এক চিলতে রোদ্দুর।
সারা বেলা বন্ধ জানালা ......


যদি তোমাদের অনেক শব্দ, আমার জানালায়
ছোট ছোট আনন্দের স্পর্শে, আঙ্গুল রেখে যায়
যদি সহস্র শব্দের উৎসব থেমে যায়
সারা বেলা বন্ধ জানালা ......


যদি তোমাদের লাল নীল গল্প আমার শরীরে,
কোন একলা রাস্তায় অবাক ভ্রমণে
যদি ইচ্ছের নীল রং আকাশ ছুঁয়ে যায়
সারা বেলা বন্ধ জানালা ......

4 comments:

  1. www.dhakatimes24.com is Leading online Bangla newspaper in Bangladesh. Find also entertainment, business, science, technology, sports, movies, jobs, education, health more.

    ReplyDelete
  2. গানের অর্থ টা কি?

    ReplyDelete
  3. প্রজন্মের ধারাবাহিকতার থেমে যাওয়া স্মৃতি নিয়ে বলা হচ্ছে।

    ReplyDelete
  4. বেচে থাকবে গান টা!প্রজন্মের পর প্রজন্ম!

    ReplyDelete

Popular Posts