Friday, April 1, 2011

বর্ষা - শিরোনামহীন

বরষা মানেনা
ঝরছে জলধারা,
জানিনা, জানিনা-কাটবে কি ঘনঘটা।
অনুনয় মানেনা
অবারিত মনকথা,
জানিনা, জানিনা-থামবে কি ঘনঘটা।

নির্ঝর গগনে, অপলক চেয়ে রই
বিস্মৃত কবিতা, আনকা পবনে-
মেঘলা কবেকার স্মৃতিময় বাতায়ন
বলে যায় “তোমায় অনব ভালবাসি”।
দিপীকা সায়রে

অনিমেষ চেয়ে রই
মিথিলা বরষা, অলোক দহনে-
মেঘলা কবেকার স্মৃতিময় বাতায়ন

বলে যায় “তোমায় অনব ভালবাসি”।

বরষা মানেনা
ঝরছে জলধারা......

2 comments:

  1. ধন্যবাদ আপনাকে :)

    ReplyDelete
  2. শ্রেষ্ঠ গান,
    ধন্য মোরা
    শিরোনামহীন অসাধারণ

    ReplyDelete

Popular Posts