Monday, April 11, 2011

মন ভালো নেই - তপু

মন ভালো নেই
বলো না কিছুতেই
তবু বুঝে নেবে কে আছে
দেখো কেউ কাছে নেই
তবু তুমি এগুবেই
ভাঙ্গা পথ সাথী কে হবে ?


যদি কখনো আমায় মনে পড়ে যায়
খোল দুয়ার আকাশের আমি তারাময়
যদি কখনো ছুঁয়ে দিতে ইচ্ছে হয়
চাদর হয়ে আজ জড়াবো তোমায়

কে বলো কে দেখাবে পথ তোমাকে
যদি যাও হারিয়ে এই শহরে
কে বলো কে দেখাবে পথ তোমাকে
যদি যাও হারিয়ে এই শহরে

যদি  কখনো আমায় মনে পড়ে যায়
খোল দুয়ার আকাশের আমি তারাময়

হাওয়াতে এলো চুল মুখে এসে পড়ে
যদি না থাকি তা কে সরাবে
হাওয়াতে এলো চুল মুখে এসে পড়ে
যদি না থাকি তা কে সরাবে

যদি কখনো আমায় মনে পড়ে যায়
খোল দুয়ার আকাশের আমি তারাময়
যদি কখনো ছুঁয়ে দিতে ইচ্ছে হয়
চাদর হয়ে আজ জড়াবো তোমায়

যদি কখনো আমায় মনে পড়ে যায়
খোল দুয়ার আকাশের আমি তারাময়
যদি কখনো ছুয়ে দিতে ইচ্ছে হয়
চাদর হয়ে আজ জড়াবো তোমায়



No comments:

Post a Comment

Popular Posts