Saturday, July 16, 2011

আমি তোমাকেই বলে দেবো - দলছুট

আমি তোমাকেই বলে দেবো,
কী যে একা দীর্ঘ রাত -
আমি হেঁটে গেছি বিরান পথে;
আমি তোমাকেই বলে দেবো,
সেই ভুলে ভরা গল্প-
কড়া নেড়ে গেছি ভুল দরজায়;
ছুঁয়ে কান্নার রঙ, ছুঁয়ে জোছনার ছায়া
ছুঁয়ে কান্নার রঙ, ছুঁয়ে জোছনার ছায়া ||


আমি কাউকে বলিনি - সে নাম,
কেউ জানে না, না জানে আড়াল-
আমি কাউকে বলিনি - সে নাম,
কেউ জানে না, না জানে আড়াল-
জানে কান্নার রঙ, জানে জোছনার ছায়া
জানে কান্নার রঙ, জানে জোছনার ছায়া |

তবে এই হোক তীরে জাগুক প্লাবন,
দিন হোক লাবণ্য, হৃদয়ে শ্রাবন
তবে এই হোক তীরে জাগুক প্লাবন,
দিন হোক লাবণ্য, হৃদয়ে শ্রাবন
তুমি কান্নার রঙ, তুমি জোছনার ছায়া
তুমি কান্নার রঙ, তুমি জোছনার ছায়া |

আমি তোমাকেই বলে দেবো,
কী যে একা দীর্ঘ রাত -

আমি হেঁটে গেছি বিরান পথে;
আমি তোমাকেই বলে দেবো,
সেই ভুলে ভরা গল্প-
কড়া নেড়ে গেছি ভুল দরজায়;
ছুঁয়ে কান্নার রঙ, ছুঁয়ে জোছনার ছায়া
ছুঁয়ে কান্নার রঙ, ছুঁয়ে জোছনার ছায়া |

4 comments:

  1. সেই ভুলে ভরা গল্প-
    কড়া নেড়ে গেছি ভুল দরজায়;

    ReplyDelete

  2. আমি তোমাকেই বলে দেবো,
    সেই ভুলে ভরা গল্প-
    কড়া নেড়ে গেছি ভুল দরজায়;
    ছুঁয়ে কান্নার রঙ, ছুঁয়ে জোছনার ছায়া

    ReplyDelete
  3. ভালো লাগার একটা গান!

    ReplyDelete

Popular Posts