Friday, October 14, 2011

গোধুলী - শিরোনামহীন

দিগন্ত জুড়ে নীলিমার মাঝে পলাতক সময় করে পরিহাস,
স্তব্ধ নিঃশ্বাস দুরে ঠেলে আসি আমি ফিরে বারেবার -
ছুঁয়ে যাই আবার-ও হারাই
এক-ই আকাশে গোধুলী . . .

Sunday, July 31, 2011

Heaven - Bryan Adams

Oh - thinkin' about all our younger years
There was only you and me
We were young and wild and free

Now nothin' can take you away from me
We bin down that road before
But that's over now
You keep me comin' back for more

Do I Have To Say The Words - Bryan Adams

Rescue me from the mire
Whisper words of desire
Rescue me - darlin' rescue me

With your arms open wide
Want you here by my side
Come to me - darlin' rescue me

Cloud Number 9 - Bryan Adams

Clue number one was when you knocked on my door
Clue number two was the look that you wore
n' that's when i knew it was a pretty good sign
That something was wrong up on cloud number nine

Well it's a long way up and we won't come down tonight
Well it may be wrong but baby it sure feels right

Can't Stop This Thing We Started - Bryan Adams

You might stop a hurricane
Might even stop the drivin' rain
You might have a dozen other guys
But if you wanna stop me baby - don't even try
I'm goin' one way - your way
It's such a strong way - let's make it our way

Saturday, July 16, 2011

I'll Be Right Here Waiting For You - Richard Marx

Oceans apart day after day
And I slowly go insane
I hear your voice on the line
But it doesn't stop the pain

আমি তোমাকেই বলে দেবো - দলছুট

আমি তোমাকেই বলে দেবো,
কী যে একা দীর্ঘ রাত -
আমি হেঁটে গেছি বিরান পথে;
আমি তোমাকেই বলে দেবো,
সেই ভুলে ভরা গল্প-
কড়া নেড়ে গেছি ভুল দরজায়;
ছুঁয়ে কান্নার রঙ, ছুঁয়ে জোছনার ছায়া
ছুঁয়ে কান্নার রঙ, ছুঁয়ে জোছনার ছায়া ||

Friday, April 29, 2011

চাইতেই পারো - অর্থহীন

চাইতেই  পারো জোছনা
কুয়াশা ঢাকা
চাইতেই পারো ঘরের সিলিং-এ
সন্ধ্যা তারা
এক মুঠো গোলাপ
আর ঐ নীল আকাশ
আকাশের ঐ চাঁদ
অথবা এই রাত

শেষ গান - অর্থহীন

যাচ্ছে  আমার সব হারিয়ে একটু একটু করে
পলক ফেলতে ভয় লাগে আজ আমার এই চোখে
তোমায় নিয়ে নতুন একটি গান লিখতে বসে
তাকিয়ে দেখি নেই যে তুমি গানটা লেখা শেষে
যাচ্ছে আমার সব মিলিয়ে একটু একটু করে
রাতের ঘুম গানের গলা যাচ্ছে যেনো মরে
হাসতে গেলে এখন আমার পানি আসে চোখে
কখন জানি হঠাৎ আবার চোখের রক্ত ঝরে

Friday, April 22, 2011

কিছু বলব বলে এসেছিলেম - রবীন্দ্রনাথ ঠাকুর

কিছু বলব বলে এসেছিলেম,
রইনু চেয়ে না বলে।।
দেখিলাম, খোলা বাতায়নে 
মালা গাঁথ আপন-মনে,
গাও গুন্-গুন্ গুঞ্জরিয়া 
যূথীকুঁড়ি নিয়ে কোলে।।

পুরানো সেই দিনের কথা - রবীন্দ্রনাথ ঠাকুর

পুরানো সেই দিনের কথা
ভুলবি কি রে হায়। 
ও সেই চোখের দেখা, প্রাণের কথা,
সে কি ভোলা যায়।
আয় আর-একটিবার আয় রে সখা,
প্রাণের মাঝে আয়।
মোরা সুখের দুখের কথা কব,
প্রাণ জুড়াবে তায়।

সকাতরে ওই কাঁদিছে সকলে - রবীন্দ্রনাথ ঠাকুর

সকাতরে ওই কাঁদিছে সকলে,  
শোনো শোনো পিতা।
কহো কানে কানে, 
শুনাও প্রাণে প্রাণে মঙ্গলবারতা।।
ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে,
সদাই ভাবনা।
যা-কিছু পায় হারায়ে যায়,   
না মানে সান্ত্বনা।।

গ্রাম ছাড়া ঐ রাঙা মাটির পথ - রবীন্দ্রনাথ ঠাকুর

গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ
আমার মন ভুলায় রে।
ওরে কার পানে মন হাত বাড়িয়ে 
লুটিয়ে যায় ধুলায় রে।।

বাংলাদেশ - শিরোনামহীন

যখন কিশোরীর হাতে সূতোয় বোনা সবুজ গ্রাম
যখন রং তুলিতে আঁকা বাংলার মুখ অবিরাম
যখন গাই এখানেই শুধু শরতের রং এ হয় শেষ
সেই শুভ্র কাঁশফুল ঘিরে দেখে যাই সবুজের দেশ মেঘে মেঘে, কিছু ভেজা পাখির দল
মেঘ হারিয়ে, নীল ছাড়িয়ে, খুঁজে ফেরে বাংলাদেশ

পরিচয় - শিরোনামহীন

দেহের ভিতর রাখলাম যারে, 
সে আমার থাকল না রে
খাঁচার পাখি কখন কি আর
মনের পাখি হয় ?
তোমার আমার এই পরিচয়
সত্যি কি আর হয়।

একা - শিরোনামহীন

রাত্রি ক্লান্ত জীর্ন শীর্ন আঁধো চাঁদের আলো
পিচ ঢালা পথ কখনো ধূসর কখনও বা কালো 

সারাটা পথ জুড়ে আমি একা
হেটে যাই আকাশ তারার পানে চেয়ে
নীল জোছনায় স্মৃতিরো ভীড়ে
হারিয়ে যায় মন আধারে।

সূর্য - শিরোনামহীন

অচিন পাখি দিল ফাঁকি, 
উদাস বাউল কাকে ডাকি
জলের মাঝে জীবনগুলো, 
তেপান্তরের পাথর ধুলো
সাগর তীরের জীবন দেয়াল,
সূর্যটাকে রাখিস খেয়াল 

বুলেট কিংবা কবিতা - শিরোনামহীন

নিয়ন আলোর রাজপথে টিএসসির মোড়ে চায়ের দোকানে
বুলেট কিংবা কবিতায়, যদি ফেরার পথে ভুল হয়ে যায়
মাঝে মাঝে সবুজ পতাকা, দু’হাতের মাঝে বন্দী
অজস্র কবিতায় আর গানে, জ্বলে জ্বলে নিঃশেষ
কবি আর কবিতা রাজপথ ছুঁয়ে যায়
কতশত কবি এমনই এক টিএসসির মোড়ে
প্রতিরাতের উদাস চাঁদ দেয়াল লেখা থেকে দুঃখ কেনে
যদি ফেরার পথে ভুল হয়ে যায়

ভালবাসা মেঘ - শিরোনামহীন

মেঘ ঝড়ে ঝড়ে বৃষ্টি নামে,
বৃষ্টির নাম জল হয়ে যায়
জল উড়ে উড়ে আকাশের গায়ে
ভালবাসা নিয়ে বৃষ্টি সাজায় 

ইচ্ছে গুলো ভবঘুরে হয়ে, চেনা অচেনা হিসেব মেলায়
ভালবাসা তাই ভিজে একাকার, ভেজা মন থাকে রোদের আশায়

Tuesday, April 12, 2011

বন্ধু ভাবো কী - তপু

মেয়ে তুমি এখনো আমায় বন্ধু ভাব কী?
কখনো কী আমায় ভেবেছিলে বন্ধুর চেয়ে একটুখানি বেশি?
মেয়ে তুমি এখনো আমায় বন্ধু ভাব কী?
কখনো কী আমায় ভেবেছিলে বন্ধুর চেয়ে একটুখানি বেশি?
নাকি ভেবে নেব আজও তুমি আমায় চেনোনি?

বলনা তুই বলনা - হৃদয় খান

মন তোরে বলি যতই, 
তুই চলেছিস তোর-ই মতো, 
সাধ্য কি আমার ছুটি তোর পিছনে...

মন বলি তুই ফিরে চা, 
মন ছাড়া কি যায় রে বাঁচা, 
তুই ছাড়া কে আর আছে জীবনে...

আমি তোমার মনের ভিতর - হাবিব এবং ন্যান্সী

আমি তোমার মনের ভিতর একবার ঘুরে আসতে চাই 
আমায় কতটা ভালোবাসো সেই কথাটা জানতে চাই 
ভালোবাসার যত কথা হৃদয় দিয়ে শুনতে চাই 
তুমি শুধু আমার হবে পৃথিবী কে বলতে চাই 

Monday, April 11, 2011

আমি শুনেছি সেদিন তুমি - মৌসুমী ভৌমিক

আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে
নীলজল দিগন্ত ছুঁয়ে এসেছো
আমি শুনেছি সেদিন তুমি নোনা বালি তীর ধরে
বহু দূর বহু দূর হেটে এসেছ

লাল ফিতে সাদা মোজা - নচিকেতা

লাল ফিতে সাদা মোজা সু স্কুলের ইউনিফর্ম
ন’টার সাইরেন সংকেত সিলেবাসে মনোযোগ কম
পড়া ফেলে এক ছুট ছুটে রাস্তার মোড়ে, দেখে
সাইরেন মিস করা দোকানীরা দেয় ঘড়িতে দম
এরপর একরাশ কালো কালো ধোঁয়া
স্কুল বাসে করে তার দ্রুত চলে যাওয়া
এরপর বিষন্ন দিন বাজেনা মনোবীণ
অবসাদে ঘিরে থাকা সে দীর্ঘ দিন
হাজার কবিতা বেকার সবই তা
হাজার কবিতা বেকার সবই তা
তার কথা কেউ বলে না
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা

তুমি তাদের নাম দিলে না - অর্ণব

তোমার জন্য সকাল দুপুর
বাজিয়ে কোনো বিষন্ন সুর
সন্ধ্যে বেলার যত্নে আঁধার
বুকে রাখে যেসব পাহাড়
বুকে রাখে যেসব পাহাড়

মন ভালো নেই - তপু

মন ভালো নেই
বলো না কিছুতেই
তবু বুঝে নেবে কে আছে
দেখো কেউ কাছে নেই
তবু তুমি এগুবেই
ভাঙ্গা পথ সাথী কে হবে ?

Friday, April 1, 2011

ইচ্ছে ঘুড়ি - শিরোনামহীন

এই হাওয়ায় ওড়াও তুমি, তোমার যত ইচ্ছে ঘুড়ি
চুপি চুপি মেঘের মেলা, তোমার আকাশ করছে চুরি
সূর্য বসাও আকাশের নীল, ইচ্ছের রঙ গোলাপী হলে
দিগন্ত রেখায় সূর্য নামে, ব্যস্ত সময় যাচ্ছে চলে।

হাসিমুখ - শিরোনামহীন

প্রতিটি রাস্তায় প্রতিটি জানালায়
হাসিমুখ, হাসিমুখে আনন্দধারা।
তুমি চেয়ে আছ তাই, আমি পথে হেটে যাই,
হেটে হেটে বহুদূর, বহুদূর যেতে চাই।

বন্ধ জানালা - শিরোনামহীন

আরেকবার যেতে চাই রিম ঝিম ঝিম সুদূরপুর
অবাক রোদ ভেজা তপ্ত দুপুর
আরেকবার তোমাদের লাল, নীল রং আনন্দে
একলা রাস্তায় এক চিলতে রোদ্দুর।
সারা বেলা বন্ধ জানালা ......

বর্ষা - শিরোনামহীন

বরষা মানেনা
ঝরছে জলধারা,
জানিনা, জানিনা-কাটবে কি ঘনঘটা।
অনুনয় মানেনা
অবারিত মনকথা,
জানিনা, জানিনা-থামবে কি ঘনঘটা।

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে - রবীন্দ্রনাথ ঠাকুর

যখন    পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে,
আমি    বাইব না মোর খেয়াতরী এই ঘাটে,
              চুকিয়ে দেব বেচা কেনা,
              মিটিয়ে দেব গো,   মিটিয়ে দেব লেনা দেনা,
          বন্ধ হবে আনাগোনা এই হাটে--
          তখন আমায় নাইবা মনে রাখলে,
              তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে।

বাঁশি শুনে আর কাজ নাই সে যে ডাকাতিয়া বাঁশি

বাঁশি  শুনে আর কাজ নাই !!!
বাঁশি  শুনে আর কাজ নাই...সে যে ডাকাতিয়া বাঁশি
বাঁশি  শুনে আর কাজ নাই...সে যে ডাকাতিয়া বাঁশি

সে  যে দিন দুপুরে চুরি করে
রাত্তিরে তো কথা নাই
ডাকাতিয়া বাঁশি

বিশ্বকাপ ক্রিকেট ২০১১ এর মূল ( থিম ) গান

জিতবে ক্রিকেট

জিতবে এবার জিতবে ক্রিকেট
জিতবে এবার জিতবে ক্রিকেট
জিতবে এবার জিতবে ক্রিকেট
জিতবে এবার জিতবে ক্রিকেট

আরো জোরে সবার আগে
চতুর্পাশে ক্রিকেট তাপে
চার ছক্কা মাঠ পেরিয়ে
খেলছে দেখো দামাল ছেলে
জিতবে এবার জিতবে ক্রিকেট
জিতবে এবার জিতবে ক্রিকেট

Popular Posts