Friday, October 14, 2011

গোধুলী - শিরোনামহীন

দিগন্ত জুড়ে নীলিমার মাঝে পলাতক সময় করে পরিহাস,
স্তব্ধ নিঃশ্বাস দুরে ঠেলে আসি আমি ফিরে বারেবার -
ছুঁয়ে যাই আবার-ও হারাই
এক-ই আকাশে গোধুলী . . .
অনন্ত পতন অনন্ত সময় একই ভাঙ্গনের কথা একই পথ,
আমারি জন্যে সহস্র সুর্য দেবে একই আলো চিরকাল -
ছুঁয়ে যাই আবার-ও হারাই
এক-ই আকাশে গোধুলী . . .

আমি বুঝিনা কেন একই মাটিতে কেন এত রক্তের রং খেলা,
আমি জানি না কেন একই মানুষে একই স্পর্শে কেন এত ছোঁয়া -
আমি হারিয়ে যাই এ মায়াজালে পরাধীনতার এই বাঁধনে,
তবু যেতে চাই স্বপ্নের আলোয় সকল আঁধার ভেঙ্গে আলো ছায়ায় . . . . .

ছুঁয়ে যাই আবার-ও হারাই
এক-ই আকাশে গোধুলী. . . . .





No comments:

Post a Comment

Popular Posts