Monday, April 11, 2011

তুমি তাদের নাম দিলে না - অর্ণব

তোমার জন্য সকাল দুপুর
বাজিয়ে কোনো বিষন্ন সুর
সন্ধ্যে বেলার যত্নে আঁধার
বুকে রাখে যেসব পাহাড়
বুকে রাখে যেসব পাহাড়

আমি তাদের ছায়ার মতো
তোমার খোঁজে অবিরত
শূন্যে হাঁটি শূন্যে ভাসি
না পাওয়া এক আজব ক্ষত
(শূন্যে হাঁটি শূন্যে ভাসি)
রাতের তারায় একলা হাসি

তুমি তাদের নাম দিলে না
মনের ভুলে কেউ দিলো না
তোমার দেওয়া আমার কোনো
নাম ছিলো না ছিলো না

তুমি তাদের নাম দিলে না
মনের ভুলে কেউ দিলো না
তোমার দেওয়া আমার কোনো
নাম ছিলো না ছিলো না
নাম ছিলো না ছিলো না
নাম ছিলো না ছিলো না
 নাম ছিলো না ছিলো না

শূন্যে নামি যখন তখন
তোমার খোঁজে কি অকারণ
আমার আশার মৃত্যু হলে
তোমার কি তা জানতে বারণ
তোমার কি তা জানতে বারণ

শূন্যে নামি যখন তখন
তোমার খোঁজে কি অকারণ
আমার আশার মৃত্যু হলে
তোমার কি তা জানতে বারণ
তোমার কি তা জানতে বারণ

তুমি তাদের নাম দিলে না
মনের ভুলে কেউ দিলো না
তোমার দেওয়া আমার কোনো
নাম ছিলো না ছিলো না

তুমি তাদের নাম দিলে না
মনের ভুলে কেউ দিলো না
তোমার দেওয়া আমার কোনো
নাম ছিলো না ছিলো না

তুমি তাদের নাম দিলে না
মনের ভুলে কেউ দিলো না
তোমার দেওয়া আমার কোনো
নাম ছিলো না ছিলো না

তুমি তাদের নাম দিলে না
মনের ভুলে কেউ দিলো না
তোমার দেওয়া আমার কোনো
নাম ছিলো না ছিলো না
নাম ছিলো না ছিলো না

1 comment:

Popular Posts